Monday, September 16, 2024

বাঘারপাড়ায় দুইদিনের ব্যবধানে আবারও খুন, এবার বড় ভাইয়র হাত ছোট ভাই খুন

- Advertisement -

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ মাত্র দুই দিনের ব্যবধানে যশোরের বাঘারপাড়ায় আবারও খুনের ঘটনা ঘটল। এবার উপজেলার ঘোষনগর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই বিপুল হোসেন (৩২) নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের কারনে সোমবার দিবাগত রাত
১২টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে অভিযুক্ত বিপ্লব হোসেন (৩৫) কে বাঘারপাড়া থানা পুলিশ আটক করেছে। নিহত বিপুল হোসেন ঘোষনগর গ্রামের হরমুজ আলীর ছেলে। সোমবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিয়ে বিপুল হোসেন বাড়ির বাইরে যায়। এ সময় নিহত বিপুল হোসেনের বড়ভাই পিছন হতে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসারর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে, মাত্র দুইদিন পূর্বে বাঘারপাড়া হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে বহু মানুষের দৃষ্টিসীমার মধ্যে যশোরের এক শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছে। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন সাংবাদিকদেরকে জানান, পারিবারিক বিরোধের করনে এ খুনের ঘটনা সংগঠিত হতে পারে। পরবর্তী তদন্তে ঘটনার বাস্তবতা
জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে খুনের আলামত সংগ্রহ সহ অভিযুক্ত বিপ্লবকে মঙ্গলবার সকালে আটক করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত