Saturday, October 12, 2024

বলুহ মেলায় ছুরিকাঘাতে দু’জন আহত, আটক ৪

- Advertisement -

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে ছুরি মেরে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে বলুহ মেলা চত্ত্বরে এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করেছে।
থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে চলমান ঐতিহ্যবাহী বলুহ মেলায় অন্যান্য দিনের মতই শুক্রবার সারা দিন দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল। এদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে মুহিন আহমেদ রাজ (১৮) এবং একই উপজেলার ক্যামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে হৃদয় আহমেদ (২৭) মেলাতে ঘুরতে আসেন। রাত আনুমানিক ৯টার দিকে তারা মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
এ সময় মোটরসাইকেলের শব্দ বেশি হওয়ায় তাদেরকে সড়কের উপর থামিয়ে চৌগাছার বাকপাড়া মহল্লার আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ আল হাসিব ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে উজ্জল হোসেন গালমন্দ করতে থাকেন। তাদের এমন আচরণের প্রতিবাদ করলে ওই দুজন তাদেরকে ছুরিকাঘাত করেন। এ সময় তাদের চিৎকারে মেলার টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে যেয়ে হামলাকারী হাসিবকে হাতেনাতে ধরে ফেলেন। তবে, উজ্জল হোসেন পালিয়ে যান। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবুজার, একই গ্রামের আমিনুর রহমানের ছেলে নাহিদ পারভেজ ও জহুরুল হকের ছেলে রাবিক হোসেন সাগরকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

বশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত