গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে গোপন অঙ্গ হারালেন ভোলা চরফ্যাশন শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়ন ভাসান চরে ভাড়ায় মোটরসাইকেল চালক নোঈম।গত রবিবার রাত সাড়ে ১১টার সময় ভাসান চরের জেলে আলাউদ্দিনের স্ত্রী ২ সন্তানসহ নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন৷ আলাউদ্দিন চার দিন যাবত মাছ শিকারে ট্রলার নিয়ে নদীতে আছেন৷ এ সুযোগে একই এলাকার আজম আলী সরদারের ছেলে নোঈম গৃহবধূর ঘরে প্রবেশ করে তার স্ত্রী কে জোরপূর্বক মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন।গৃহবধূ জানান, আমি নিজকে বাঁচাতে এবং আমার ইজ্জত রক্ষার জন্য, কোন উপায় না পেয়ে আমার পাশে থাকা ব্লেড দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলে তার গোপন অঙ্গে লেগে যায়৷ এতে তার গোপন অঙ্গটি কেটে যায়৷ আমি তার সার্টের কলার ধরে ডাক চিৎকার করলে স্থানীয় লোক জন এসে তাকে শশীভূষণ থানায় সোপর্দ করেন৷শশীভূষণ থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত নোঈম আমাদের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
অনলাইন ডেস্ক