Monday, October 14, 2024

সাতক্ষীরার আশাশুনিতে দলিত প্রান্তিক, সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের সমাবেশ অনুষ্ঠিত

- Advertisement -

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনিতে দলিত প্রান্তিক, সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার সকালে আশাশুনি বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক, উদ্দীপ্ত মহিলা সংস্থার কর্মকর্তা মনিশংকর হালদার,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয় কারী রেহেনা পারভীন,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার শিউলী সরকার সহ আরো অনেকে। এসময় ৪০০ জন দলিত প্রান্তিক, সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের মাঝে শীত কালীন সবজী বিজ বিতরণ করা হয়।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডল বলেন, আশাশুনি উপজেলায় হতদরিদ্র যে দলিত নারীরা পরিবারে ও সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের পরিবারের ও সমাজের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ইতিবাচক দিক ও পারিবারিক কোলাহের নেতিবাচক দিক বিশ্লেষণ পূর্বক পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে এই আর্থিক সহায়তা কাজ করবে এবং আশাশুনি উপজেলায় দলিত নারীদের ক্ষমতা নিয়ে ভূমিকা রাখবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত