সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ন্যায্য মুল্যে ডিম বিক্রয় কর্মসসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের কাটিয়া টাউন বাজারে ডিম বিক্রয়ের কর্মসূচি উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সদস্য সচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সদস্য কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ,জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, কাটিয়া টাউন বাজার কমিটির সভাপতি সৈয়দ রেজাউল হোসেন,মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি অলিউল ইসলাম সহ আরো অনেকে।
ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা সবার সহযোগিতা কামনা করি। ’বাজারে ন্যায্য এবং যৌক্তিক মূল্যে প্রতি পিস ১০ টাকা ৫০ পয়সা ডিম বিক্রি করা হবে। প্রতি ডজন ডিমের দাম ১২৬ টাকা। খামারিদের কাছ থেকে ডিম সুলভ মূল্যে ক্রয় করে ভোক্তাতা দের মাঝে তিন মাস এই ডিম বিক্রয় কর্মসূচি চলমান থাকবে।
আর কে-০৩
- Advertisement -