Friday, October 4, 2024

শ্রীপুরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যের মাঝে পোশাক বিতরণ

- Advertisement -

মাগুরা প্রতিনিধি : কিশোর-কিশোরী স্থাপন প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রণাধীন ও শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের সার্বিক ব্যবস্থাপণায় রবিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ৩০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে আনুষ্ঠানিকভাবে পোষাক বিতরণ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী নিজগুণে উপস্থিত থেকে তাঁর অফিস কক্ষে এ পোষাক বিতরণ করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, মাগুরা জেলা ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস, শ্রীপুর উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার জান্নাতুল মাওয়া, শ্রীপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক, উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক আব্দুর রশিদ, কিশোর-কিশোরী ক্লাব শ্রীপুর সদর ইউনিয়নের সংগীত শিক্ষিকা মায়া ভৌমিকসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। পর্যায়ক্রমে এ পোষাক উপজেলার শ্রীকোল, গয়েশপুর, আমলসার, দ্বারিয়াপুর, সব্দালপুর, কাদিরপাড়া ও নাকোলসহ বাকি ৭টি ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবেও বিতরন করা হবে।

জেন্ডার প্রোমোটার জান্নাতুল মাওয়া বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাচ্চাদের বেড়ে উঠার জন্য বিভিন্ন সহশিক্ষার মাধ্যমে শিশুদের সু-শিক্ষায় গড়ে তুলতে শুক্রবার ও শনিবার সপ্তাহে দুইদিন সংগীত চর্চা, কবিতা আবৃত্তি, জেন্ডার বিষয়ক শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও বাচ্ছাদের একটু অবসর বিনোদন সময় কাটাতে প্রতিটি কেন্দ্রে লুডু, দাবা ও কেরাম খেলার ব্যবস্থা রাখা হয়েছে।

সংগীত শিক্ষক মায়া ভৌমিক জানান, বাচ্চারা কিশোর-কিশোরী ক্লাবে এসে শুদ্ধ ভাষায় গান শেখার পাশাপাশি শুদ্ধ ভাষায় কথা বলা শিখতে পারছে।

মাগুরা জেলা ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস জানান, কিশোর-কিশোরী ক্লাবটি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। মূলত কিশোর-কিশোরী ক্লাব ১০-১৯ বছরের বাচ্চাদের নিয়ে মূল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এই সময়ে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার সময়। এই সময়টা শিশুরা যাতে তাদের সময়টা ভিন্ন ক্ষেত্রে নষ্ট না করে সঠিক কাজে ব্যয় করে তার জন্যই এই আয়োজন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত