লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ শিক্ষার্থী-শিক্ষকসহ উপস্থিত সুধী বৃন্দদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করালেন ইউএনও। বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির শতদল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী।
আয়োজক সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের হলরুমে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্টান পরিচালনা করেন নবারুন মাদক প্রতিরোধ সোসাইটি,র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম বিপ্লব।
সভায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী প্রধান অতিথি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান বক্তা, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রুপক মুখার্জী , লোহাগড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিমুল হাসান এবং লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, আগামী প্রজন্মকে মাদকমুক্ত সুস্থ্য মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব নয়। মাদক ছেড়ে সুস্থ্য সমাজ গঠন তথা দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মাদককে না বলতে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান। এসময় শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে মাদক বিরোধী উদ্দিপনার সৃষ্টি হয়। শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় আয়োজক কর্তৃপক্ষ।