লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইল জেলা ব্লাড ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা,রক্তের গ্রুপিং, রক্তদান কর্মসূচী পালিত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পটে নড়াইলসহ যশোর, খুলনা, ফরিদপুর, মাগুরা, গোপালগঞ্জ জেলার স্বেচ্ছাসেবীদের এ মিলন মেলা হয়।
জেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠুন মৈত্র, নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ মাহবুব আহমাদ, অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, পৃষ্ঠপোষক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, এএমআই গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হামজা শহিদুল ইসলাম, হাশি ফাউন্ডেশনের পরিচালক কাজী মইনুল হাসান, জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাহামুদুল হাসান প্রমুখ।
দিনব্যাপি স্বেচ্ছাসেবীদের মিলনমেলার মধ্যে ছিল রক্তের গ্রুপিং করা স্বেচ্ছায় রক্তদান ,আলোচনা সভা এবং প্রীতিভোজ। নড়াইল জেলা ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে অসহায়দের রক্ত দান, কুড়িগ্রাম, ফেনীসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন,বৃক্ষরোপন কর্মসূচীসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসচ্ছে।
সংগঠনটি সুনামের সাথে বিভিন্ন কার্যক্রম করায় ইতিমধ্যে এলাকায় জন সাধারনের কাছে পরিচিতি লাভ ও গ্রহনযোগ্যতা অর্জন করেছে।
- Advertisement -