লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ চট্টগ্রামে মসজিদ ভাংচুর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় ও ইসকন নিষিদ্ধের দাবীতে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ইসকনকে নিষিদ্ধের দাবীতে সংগ্রামী মুসলিম জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে বের হয়ে লোহাগড়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাফায়াত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা. নুরুল্লাহ, মাওলানা আরিফুজ্জামান হিলালী, হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, শাহীন আহমেদ প্রমুখ।
বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান।
রাতদিন সংবাদ/ এহসান জামিল-২৮