Saturday, November 2, 2024

মোরেলগঞ্জে পুজামন্ডব পরিদর্শনে ভারপ্রাপ্ত (ইউএনও) বদরুদ্দোজা

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে হিন্দুধর্মের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে  বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বদরুদ্দোজা।
শুক্রবার রাতে তিনি উপজেলার রামচন্দ্রপুর বাজার,বনগ্রাম,আমবাড়িয়া পুজা মন্ডপ সহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসব পুজা মন্ডব  পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম সহ স্ব স্ব মন্দির কমিটির সভাপতি,সম্পাদকবৃন্দ।এ সময় ইউএনও বদরুদ্দোজা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন,পুজা মন্ডবে নিয়োজিত আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্যদের সাথে কথা বলেন।

বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও বদরুদ্দোজা বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক সকল ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্ধ এবং সার্বক্ষণিক ,কাজ করছেন, দেশ রক্ষার অতন্দ্র প্রহরি বাংলাদেশ  সেনাবাহিনী।
আর কে-০৩
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত