মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে তিন দিন ব্যাপী ক্লাইমেট- স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোরেলগঞ্জ,এর বাস্তবায়নে,”ক্লাইমেট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার ৮ অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে থেকে একটি র্যালী শুরু করে শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদরুদ্দোজা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি তিন দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন।
মেলায় আসা অতিথিবৃন্দ ও সভাপতি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির উৎপাদনকৃত বিভিন্ন ফল ও চারার ১১টি স্টোল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদরুদ্দোজা এর সভাপতিত্বে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা সম্পর্কে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম এসময় অন্যদের মধ্যে উপস্থিত অতিথিদের মধ্যে আলোচনা করেন বিশেষ অতিথি বিএনপি নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মেরাজুল ইসলাম খসরু, চাষী মোহাম্মদ শাহ আলী প্রমূখ।
আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ৩টায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।
আর কে-১১
- Advertisement -