Wednesday, December 4, 2024

মোরেলগঞ্জে উপজেলা পর্যায় পরামর্শ সভা

মোরেলগঞ্জ প্রতিনিধঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)এর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে  হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় বে-সরকারি সংস্থা ডেভলপমেন্ট অর্গানাইজেশন পূয়র (ডরপ) এর আয়োজনে মোরেলগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার এএসএম ইখতিয়ার হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুশীল সমাজ, সমাজসেব  প্রতিনিধি, সাংবাদিক এর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। বক্তারা মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নএর সমস্যা তুলে ধরে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উপজেলায়  বিশুদ্ধ পানি, খাল খনন, মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং এর সমাধানকল্পে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা ও বিভিন্ন সমস্যা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
আর কে-০১
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত