নড়াইল প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা শাখার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ হাই বিশ্বাস ইন্তেকাল করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক পূত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় তিনি নড়াইল শহরের কুরিগ্রাম এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
বিকেলে রুপগঞ্জ জামে মসজিদের সামনে জানাজার আগে এই বীরমুক্তিযোদ্ধার প্রতি প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং রাষ্ট্রীয় মর্যাদা সেলুট প্রদান করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় নড়াইলে বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর কে-০৩
- Advertisement -