Sunday, November 3, 2024

লোহাগড়ায় ক্যান্সারে আক্রান্ত নাজমুল সানি বাচতে চাই

- Advertisement -

মাহফুজুল ইসলাম মন্ন,লোহাগড়া প্রতিনিধিঃ

মানুষ মানুষের জন্য, কথাটির বাস্তবতার সাফল্য আছে বলেই সমাজ এখন অনেক এগিয়ে। আর সেই বাস্তবতার পরীক্ষার সামনে দাড়িয়ে আছে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের কৃষক মোঃ কামরুল মিনার ছেলে নাজমুল সানি। ৩২ বছর বয়সী এই যুবক মরন ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এখন বাড়িতেই দিন কাটাচ্ছে।

সে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী তিতুমীর কলেজের সাবেক এই মেধাবী শিক্ষার্থী পেষায় একজন প্রাইভেট চালক। বিয়ে করেছেন মাত্র কয়েক বছর আগে এখন সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে তার।

মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠা নাজমুল সানি আজ মরন ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সাহায্যে চেয়েছেন বাংলাদেশের বিত্তশালী মানুষ ও প্রবাসী ভাই বোনসহ সকল শ্রেণীর মানুষের কাছে,,

তিনি বলেছেন…
আমার সাড়ে ৩ বছরের সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বাঁচতে চাই! আমাকে বাচাতে চিকিৎসার জন্য দেশের বিত্তবানরা আমাকে আর্থিক সহোযোগীতা করুন। এমন আর্তনাদ নাজমুল সানির।

৪/৫ বছর ধরে এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েও বুঝতে পারেনি সানী। ধীরে ধীরে শারীরিক অবনতি ঘটতে থাকে। গেলো ২ মাস আগে তার শরীরে জ্বর ও ঠান্ডা কাশি দেখা দেয়।

এবং কাশির সাথে রক্ত বের হতে থাকে,, এরপরে ঢাকার সরোওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসা করালে ডাক্তার তাকে ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান, নিজের প্রতি আস্থা ও সাহস রেখে পুনরায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করলে একই উত্তর মেলে, তার ব্লাড ক্যান্সার।

তার পরিবারের আর্থিক সমস্যার কারণে এই চিকিৎসার খরচ বহন করতে পারছেনা তারা। নিরুপায় হয়ে দেশের মানবিক যোদ্ধা, প্রবাসীসহ সমাজের বিত্তবানশালীর কাছে চেয়েছেন সাহায্য নাজমুল সানি।

আপনার সহযোগিতায় হয়তোবা নাজমুল সানি সুস্থ হয়ে ফিরে যেতে পারবে তার পরিবারের কাছে । যদি কোন স্বহ্রদয় ব্যক্তি থাকেন ক্যান্সারে আক্রান্ত নাজমুল সানির বিকাশ ও নগত মোবাইল নং- 01745229795।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত