Thursday, October 3, 2024

নড়াইলে সরকারি ঘর দেওয়ার নামে হতদরিদ্রের সাথে প্রতারণা!

- Advertisement -

নড়াইল প্রতিনিধি- নড়াইলে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক হতদরিদ্র নারীর নিকট থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অপর এক নারীর বিরুদ্ধে। তারপরে আবার মামলা দিয়ে হারানি করছে ওই পরিবারের উপর।

অভিযুক্ত ওই নারীর নাম সোনিয়া বেগম (৩৫)। সে নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম এলাকার আফছারের কন্যা এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গৃহপরিচারিকা। অপরদিকে প্রতারণার শিকার হয়েছেন একই এলাকার মৃত রাঙা মিয়া শেখের কন্যা বয়োবৃদ্ধ ও শ্রবণ প্রতিবন্ধী হাওয়া বেগম (৮০)।

এছাড়াও সোনিয়া ওই এলাকা গোহাটখোলার কুতুবের কাছ থেকে ১০ হাজার টাকা, বাবলুর বউয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা আজমিনের কাছে ৭০ হাজার টাকা, আতাউর এর কাছ থেকে সোনার চেইন,আংটি ও এক লক্ষ টাকা প্রতারণা করে হাতে নিয়েছেন ।

এসব ঘটনা উল্লেখ করে বিচার চেয়ে পুলিশ সুপারের বরাবরের দরখাস্ত করেছেন ভুক্তভোগ বৃদ্ধা হাওয়া বেগম।
নড়াইল পুলিশ সুপারকে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী হাওয়া বেগম একজন হতদরিদ্র ব্যক্তি। তিনি রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তার নিজের থাকার মতো কোনো ঘর না থাকায় অভিযুক্ত সোনিয়া বেগমের প্রলোভনে পড়ে একটি সরকারি ঘর পাওয়ার আশায় তাকে সাতাত্তর হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর প্রতারক সোনিয়া তাকে কোনো ঘর দিতে পারে নাই। পরবর্তীতে হাওয়া বেগম তার কাছে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা শুরু করে এবং ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে।

এ বিষয়ে অভিযুক্ত সোনিয়া টাকা গ্রহণের বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন,আমার বাড়ি ভাঙচুর হামলা লুটপাট করেছে। এই কারণে আমি মামলা করেছি। এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। যখন আমি মামলা তুলতেছিনা তখন মিথ্যা নিউজও অভিযোগ দিছে আমার বিরুদ্ধে ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত