- Advertisement -
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শহরের প্রানকেন্দ্রে মসজিদ মন্দির সংলগ্ন ঘনবসতিপূর্ণ মহিষখোলা বাজার এলাকায় কসাইখানা নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আন্দোলন ও শহরবাসীর আয়োজনে ২০ নভেম্বর বুধবার সকালে আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাবাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানূষ অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আন্দোলন এর সভাপতি শাহ আলম,সদস্য সচিব এম এম আমিনুল হাসান মিঠু,সমাজ সেবক মো, অহিদুল হক তনু,মাওলানা মাহবুবুর রহমান,এ্যাড,অন্ন ঘোষ,খন্দকার মাসুদ হাসান,মাহবুব বিল্লাহ প্রমুখ।
- Advertisement -