Sunday, November 10, 2024

নড়াইলের আলোচিত সেই কালচারাল অফিসার হামিদের বিরুদ্ধে দুদুকের মামলা

- Advertisement -

নড়াইল প্রতিনিধি-নড়াইলের আলোচিত-সমালোচিত সদ্য বদলি হওয়া সেই কালচারাল অফিসার হামিদের বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সুমিত্রা সেন কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হলেও নম্বর বাড়িয়ে নিয়োগ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকিসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। মামলায় ৪ নম্বর আসামি নড়াইলের সেই কালচারাল অফিসার হামিদুর রহমান।

এজাহারে বলা হয়, ২০১৭ সালে শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লিখিত পরীক্ষা নেওয়া হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছ থেকে নম্বরপত্রে অসৎ উদ্দেশ্যে জালিয়াতি করেন সাবেক ডিজি লিয়াকত আলী লাকি ও তার এক সহযোগি। সূত্র জানিয়েছে,  মোটা অংকের বিনিময়ে ১০টি পদে চাকরি প্রাথর্ী ২২ জন পরীক্ষায় উত্তীর্ণ না হলেও নম্বর বাড়ানোর মাধ্যমে অবৈধভাবে তারা নিয়োগপ্রাপ্ত হন। এই ২২ জনের মধ্যে অন্যতম একজন হলেন হামিদুর রহমান। জানা গেছে, হামিদুর রহমান লিখিত পরীক্ষায় ৭৫ নম্বর পান। সেখানে তাকে ৫০ নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছিল ১২৫ নম্বর।

২০২৩ সালের জানুয়ারী হামিদুর রহমান নড়াইল জেলা কালচারাল অফিসার যোগদানের পর থেকে তার বিরুদ্ধে শিক্ষাথর্ী ও অভিভাবকদের সাথে চরম দূর্বব্যহার, বিভিন্ন অনুষ্ঠান, কর্মশালা ও প্রশিক্ষণে সংশ্লিষ্টদের সম্মানী না দেয়া, ডকুমেন্টেশন ও প্রচার, অডিটোরিয়ামের সাউন্ড, ইলেকট্রিক ও ভবন সংস্কারসহ বিভিন্ন খাতে দূনর্ীতির অভিযোগ ওঠে যার পরিমান প্রায় ৫০ লাখ টাকা। এ নিয়ে শিল্পকলা একাডেমীর শিক্ষকদের ক্লাস বর্জন করে। তার বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল,সমাবেশ করে এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক তদন্তে জেলা প্রশাসন কালচারাল অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেলে ৬ ফেব্রুয়ারী তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী হামিদুর রহমানের  বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন পাঠায়।

এদিকে হামিদুরের বিরুদ্ধে দীনর্ীতির অভিযোগ প্রমানিত হলেও তিনি বহাল তবিয়তে নড়াইলে  থেকে রাজত্ব করে গিয়েছেন। কারণ হামিদুরের খঁুটির জোর ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সদ্য বিদায়ী সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি। হামিদুরের দূনর্ীতির অর্থের একটি ভাগ পেতেন সাবেক মহাপরিচালক লাকি।

জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের শিক্ষক আশিষ কুমার স্বপন,নৃত্য বিভাগের শিক্ষক মোঃ মহিউদ্দিন ও নাট্য বিভাগের শিক্ষক সৌরভ ব্যানাজ্জর্ী বলেন, সদ্য বদলি হওয়া কালচারাল অফিসারের বিরুদ্ধে জেলা প্রশাসক, শিল্পকলা একাডেমী ও দুদকে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন অনিয়ম ও দূনর্ীতির তথ্য তুলে ধরবেন বলে জানান।

এ বিষয়ে নড়াইলে কর্মরত সহকারী কমিশনার এবিএম মনোয়ারুল আলম বলেন, জেলা কালচাল অফিসার হামিদুর রহমান অন্যত্র বদলি হওয়ায় রোববার (৬ অক্টোবর) প্রশাসন থেকে আমাকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর দায়িত্ব দেওয়া হয়েছে। হামিদুর রহমানের হিসাব-নিকাশ, খাতা-পত্র,নথিপত্রসহ বিভিন্ন বিষয়ে কোন অসংগতি আছে কিনা এমন প্রশ্নে বলেন,তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়টি আমরা জেনেছি।

এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব সালাহউদ্দিন আহম্মদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক জি.এম জাকির হোসেনকে (প্রশাসন) গত তিন দিন একাধিকবার ফোন করলেও তারা সাড়া দেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একাধিক কর্মকর্তা বলেন, সদ্য বদলি হওয়া নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধেই দুদকের মামলা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত