খুলনার ডুমুরিয়া থানার নারী পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিন (২৭) ভাইয়ের মোটরসাইকেলে চড়ে যাবার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খুলনা-সাতক্ষীরা সড়কে গুটুদিয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ছোট ভাই নাঈম হোসেনের (খুলনা মেট্রো-লÑ১১-৭৪৪২ মোটরসাইকেলে চড়ে পুলিশ সদস্য ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় যাচ্ছিলেন। এসময় তার সাথে ৫ বছর বয়সি ছেলে আরিয়ানও ছিলো। গুটুদিয়া ইউনিয়ন পরিষদের কাছে মালবাহী ট্রাক (খুলনা মেট্রো-শ-১১-০৪৪৫) ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটির চাকা রাস্তার গর্তে পড়ে ধাক্কা লাগায় পেছনের ছিটে বসা ফারজানা ছিটকে ট্রাকের চাকার নীচে পড়েন। এসময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে ভাগ্যক্রমে তার শিশু সন্তানটি বেঁচে যায়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, আমাদের থানার কর্তব্যরত পুলিশ সদস্য ফারজানা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। তবে ট্রাকটি আটক হলেও চালককে ধরা যায়নি।ৎ
অনলাইন ডেস্ক