Saturday, October 5, 2024

ঝিনাইদহে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

- Advertisement -

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের মহেশপুরে রাশেদ শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সময় পিটুনিতে আহত হয়েছেন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন পুলিশ পাহারায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রাশেদ মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাসপাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় চার জন। এ সময় শরিফুল ইসলাম নামে একজন পালিয়ে যায়। তাদের ছুরিকাঘাতে তৌহিদুল খাঁ নামে এক ব্যক্তি জখম হয়। সে সময় বিক্ষুব্ধ জনতা তিন জনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে উপস্থিত জনতা বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয়রা বলছেন, হতাহতরা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। এর আগেও বজলুর রহমান বটার বাবা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চুরির দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এ ছাড়া আটক বটা দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন জন স্থানীয়দের মারধরের শিকার হন। পিটুনিতে তিন জনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত