মাগুরা প্রতিনিধি : আদিবাসী ও জুম্মু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা জেলা শাখা। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা জেলা শাখার আয়োজনে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আদিবাসীরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি হীরালাল কর্মকার লহর ,সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ সরকার বাগদি,ধীরেন্দ্রনাথ বাগদি এবং সুবোধ বাগদি। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা শুধু আজ নয়, বহুদিন ধরেই নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। আদিবাসীদের তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। এটা আমরা আর মেনে নেব না। বক্তারা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসী জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট এবং খাগড়াছড়ি সদরে আদিবাসী হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তারা।