Wednesday, September 18, 2024

ড. ইউনূস সরকার পরিচালনায় সফল হবেন: মির্জা ফখরুল

- Advertisement -

ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে মুহাম্মদ ইউনূসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে এই আশা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ড. ‍মুহাম্মদ ইউনূস ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি…তিনি এই দায়িত্ব পালন করবেন।’

তিনি বলেন, ‘আমরা আশাবাদী মুহাম্মদ ইউনূস তার যোগ্য নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবেন। তবে গোটা সমস্যার মূল হলো গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনা হলো তার অন্যতম প্রধান কাজ। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, ততই সাফল্য অর্জন করতে পারবেন।’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কী জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রথমটা হলো আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে… তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে, সেখানে প্রত্যাবর্তন করা। তৃতীয়টি হলো, অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া।’

বিএনপি মহাসচিব এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাঁকনকে নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান। সেখানে তারা কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ-খবর নেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলসহ পেশাজীবীদের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। শিক্ষার্থীদের আমরা অভিবাদন জানাই। সেই সঙ্গে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’

তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আমাদের ড্যাবের চিকিৎসকরা কাজ করছেন, আমাদের ছাত্ররা কাজ করছেন।’

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত