Wednesday, October 9, 2024

ছাউনিতে বসেই সেবা দিচ্ছে পল্টন থানার পুলিশ

- Advertisement -

কোটা সংস্কার ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে নানা কারণে জনরোষের মুখে পড়ে পুলিশ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক আক্রমণের শিকারও হয় এই বাহিনী। এসময় দেশের বিভিন্ন থানা থেকে শুরু করে পুলিশ সদর দফতর, সংস্থাটির গুরুত্বপূর্ণ ইউনিটের ভবনে হামলা ও লুটপাট চালানো হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েকশ’ থানায় অগ্নিসংযোগ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকার অন্যতম ও গুরুত্বপূর্ণ ব্যস্ত একটি থানা হচ্ছে পল্টন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন অন্যান্য থানার মতো ক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পুড়েছে ডিএমপির মতিঝিল বিভাগের এই থানাটিও। এসময় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় থানা ভবনে। আগুনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানা ভবনটি এখনও বেহাল দশায় পড়ে আছে। ক্ষতিগ্রস্ত ভবনটি নতুন করে মেরামতের কাজ চলছে। ফলে এখনও খোলা আকাশের নিচে ছাউনি টানিয়ে থানার সব কার্যক্রম চালাচ্ছেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মানুষ এই থানায় আসছেন জিডি ও বিভিন্ন অভিযোগ নিয়ে। এসব সেবাপ্রার্থীকে খোলা আকাশের নিচে বসেই সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত