কেশবপুরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানের মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শহরের নতুন উপজেলা সড়কের পাশে অবস্থিত ঢাকা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় কারখানা মালিক সবুজ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। একইদিন শহরের ওই সড়কের বিল্লাল হোটেলে অভিযান পরিচালনা করে সঠিক কাগজপত্র না থাকা ও খাদ্য বিক্রির মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় হোটেল মালিক বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি