Friday, October 4, 2024

এক্সিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস

- Advertisement -

বাংলাদেশের এলএনজি সরবরাহকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত ২৭ সেপ্টেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান। এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এক্সিলারেট এনার্জি তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে পিটার হাসের যোগ দেওয়ার খবরটি জানায়।

প্রসঙ্গত, বর্তমানে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত একটি এলএনজি টার্মিনাল থেকে এক্সিলারেট এনার্জি দেশে এলএনজি সরবরাহ করছে। এর বাইরে আরও একটি টার্মিনাল নির্মাণের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছিল।

এক্সিলারেটের বিজ্ঞপ্তিতে তাদের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেন, পিটার হাস আমাদের টিমে যোগ দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি তার স্টেট ডিপার্টমেন্ট ক্যারিয়ারের সময়জুড়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে একজন দক্ষ অ্যাডভোকেট হিসেবে কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, ভূ-রাজনীতি এবং বাজার সম্পর্কেও পিটার হাসের সম্যক ধারণা ও অভিজ্ঞতা রয়েছে। আমি বিশ্বাস করি তার নেতৃত্ব এবং অভিজ্ঞতা আমাদের টিমকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং সারা বিশ্বে আমাদের গ্রাহকদের জন্য এনার্জি সিকিউরিটি দিতে অসামান্য ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে পিটার ডি হাস বলেন, সারা বিশ্বের জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে মার্কিন বহুজাতিক এই কম্পানি অসামান্য অবদান রেখে আসছে। মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এক্সিলারেট এনার্জির এই যাত্রায় তাদের সঙ্গে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত