Friday, October 4, 2024

আমরা বাঙালি

- Advertisement -

আমরা বাঙালি আমরা বাঙালি পারিও বটে অল্প বিদ্যায় অহংকারী, আর কারনে, অকারনে রেগে যাই চটে।

আমরা বাঙালি আমরা বাঙালি পারিও বটে নিজেকে ভুলে অন্যের দোষ চর্চাতেই থাকি ব্যস্ত হাটে ঘাটে।

আমরা বাঙালি আমরা বাঙালি পারিও বটে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই করেছি ছোট, মুজিব কিবা শহীদ জিয়া, আমরা বাঙালি আমরা বাঙালি, পারিও বটে রাজনীতিতে কখনো হই ষড়যন্ত্রের শীকার আবার কখনো ষড়যন্ত্রে ব্যস্ত কখনো থাকি না বেকার।

আমরা বাঙালি আমরা বাঙালি, পারিও বটে একই দেশকে বার বার করি স্বাধীন হয় না তার নাম পরিবর্তন শুধু হই, কোন এক মতের পরাধীন।

আমরা বাঙালি আমরা বাঙালি, পারিও বটে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে সমালোচকদের বানাই রাজাকার রাজাকারদের বানাই মুক্তিযোদ্ধা নিরপেক্ষ, সুশীলেরা হয় লাঞ্ছিত মারা যায়, জ্ঞানী গুনি আর বুদ্ধা।

এসো সচেতন হই, অন্যকে সচেতন করি নিজের দোষ চর্চা করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ি।

লেখক:

এসআই মফিজুল ইসলাম -মফিজুল ইসলাম, পিপিএম

যশোর গোয়েন্দা শাখা

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত