Saturday, October 12, 2024

লোহাগড়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান হোসেন (হিরো)

- Advertisement -

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ – শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী ইমরান হোসেন (হিরো) তিনি উপজেলার ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এবারের যাচাই-বাছাইয়ে  উপজেলার ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন (হিরো) শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীতে প্রথম যোগদান করেন ২০১৪ সালে। তিনি এস.এস.সি ২০০৩ এবং এইচ এস সি: ২০০৫ সফলতার সাথে উত্তীর্ণ হন। এছাড়া ঢাকা কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন। উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম জানান, কাজী ইমরান হোসেন (হিরো) আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে সারোল স্কুলের সকল সহকারী শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন। প্রধান শিক্ষক আরও বলেন, আমরা আশা করছি নড়াইল জেলা ও খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দিবেন কাজী ইমরান হোসেন (হিরো)। তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।’ আহসান কবির বকুল বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়, এই স্কুলে প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষক মণ্ডলীর ।

রাতদিন সংবাদ,জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত