উচ্চ শিক্ষার অবিশ্বাস্য সব সুযোগ শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী শিক্ষা মেলা। ওয়ারিশা এডুকেশনের আয়োজনে সোমবার শহরের একটি হোটেলে এ শিক্ষা মেলার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, কানাডা, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশগুলোসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ মেলায় অংশ নেন। শিক্ষামেলায় উচ্চশিক্ষায় আগ্রহী ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা মেলায় এসে বিদেশে শিক্ষা গ্রহনের জন্য সার্বিক সুবিধা সম্পর্কে জানতে পারেন।
মেলার আয়োজক ওয়ারিশা এডুকেশনের সিইও শেখ নুরজ্জামান বলেন, বিদেশে উচ্চশিক্ষায় পড়ালেখার সুযোগ সুবিধা, শিক্ষাবৃত্তি সহ উন্নত জীবন গড়ার সুযোগ রয়েছে। কিন্তু তা অনেকেরই অজানা। তাদের কাছে এসব সুযোগ পৌঁছে দিতে তাদের এ আয়োজন।
মেলায় ওয়ারিশা এডুকেশনেরে এমডি মিজানুর রহমান মুক্তাসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবকেরা অংশ নেন।
-রাতদিন সংবাদ