মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের সঙ্গে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ভবন কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচয় ও মতবিমিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম এসময় উপস্থিত ও আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,অধ্যক্ষ ড. রুহুল আমিন, বাংলাদেশ জমায়েত ইসলামী উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন,উপজেলা সেক্রেটারি মোঃ মাকসুদ আলী,অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম,অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম হাওলাদার সপার আব্দুস সুবাহান হাওলাদার, মোহাম্মদ বেল্লাল হোসেন,সুপার হাসান খান প্রমুখ।
আলোচকরা বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার সুস্থ পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত সঠিক সময় মাদ্রাসায় আসা এবং মাদ্রাসা শিক্ষকদের বাড়ির পাঠদান নিয়মিত আদায় করাসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার সমাধানের জন্য নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করাসহ মোরেলগঞ্জ উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনা ও উত্তরন বিষয়ে শিক্ষকবৃন্দ তাদের মতামত ব্যাক্ত করেন।
আর কে-২৩
- Advertisement -