Sunday, November 3, 2024

পাসের হারে যশোর বোর্ডে সেরা যশোর, দ্বিতীয় খুলনা ও তলানীতে মেহেরপুর

- Advertisement -

এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে বোর্ড সেরা হয়েছে যশোর জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা ও তলানিতে রয়েছে মেহেরপুর জেলা। মঙ্গলবার (১৫ অক্টোবর) যশোর বোর্ডে ঘোষিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

ফলাফল অনুযায়ী, যশোর জেলায় পাস করেছে ১৫ হাজার ১০ জন শিক্ষার্থী অর্থাৎ পাসের হার ৭২ দশমিক ৮৪ শতাংশ। এ পাশের হারে শীর্ষে যশোর জেলা। তবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পাশের সংখ্যায় এগিয়ে খুলনা জেলা। সেখানে পাস করেছে ১৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী এবং পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ।

এছাড়া, বাগেরহাট জেলায় পাস করেছে ৪ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৫৫ দশমিক ০৪ শতাংশ, সাতক্ষীরা জেলায় পাস করেছে ৯ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী, পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ, কুষ্টিয়া জেলায় পাস করেছে ৯ হাজার ৬২২ জন শিক্ষার্থী, পাসের হার ৫৮ দশমিক ৫২ শতাংশ, চুয়াডাঙ্গা জেলায় পাস করেছে ৪ হাজার ৩৭২ শিক্ষার্থী, পাসের হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ, নড়াইল জেলায় পাস করেছে ৩ হাজার ৪৯৩ শিক্ষার্থী, পাসের হার ৬১ দশমিক ২৭ শতাংশ, ঝিনাইদহ জেলায় পাস করেছে ৯ হাজার ৩৫১ শিক্ষার্থী, পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ, মাগুরা জেলায় পাস করেছে ৪ হাজার ১১৫ শিক্ষার্থী, পাসের হার ৫৮ দশমিক ২৩ ও মেহেরপুর জেলায় পাস করেছে ২ হাজার ৬০ শিক্ষার্থী, পাসের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ। এ জেলা যশোর শিক্ষাবোর্ডের অধিনে ১০ জেলার মধ্যে পাসের হারে তলানিতে রয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ২০২০-২১ সালে করোনাকালে প্রায় দেড় বছর অনলাইনে পাঠদান কার্যক্রম চলমান ছিল। এ সময়টাতে ইংরেজিতে একটু লার্নিং গ্যাপ রয়ে গিয়েছে। যার ফলে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি। তবে এ বছর জিপিএ-৫ এ শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত