Monday, September 16, 2024

দেশে ফিরলেন ড. ইউনূস

- Advertisement -

দেশে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।আজ বৃহস্পতিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও তাকে স্বাগত জানান।

জানা গেছে, আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন ড. মুহাম্মদ ইউনূস। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি পরে দায়িত্ব নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দুপুরে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে। আজ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত