Wednesday, December 4, 2024

খুলনায় টার্মিনালে থাকা বাসে কয়েলের আগুন, পুড়ে ঘুমন্ত শিশু হেলপারের মৃত্যু

- Advertisement -

খুলনা প্রতিনিধি– গভীর রাতে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। আগুনে বাসের ভেতরে পুড়ে মারা গেছে মো. শরীফ (১২) নামে এক শিশু হেলপার। সে গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

সোনাডাঙ্গা থানার কর্তব্যরত অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বলাকা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর বাস থেকে শরীফ নামে এক শিশু হেলপারের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীফ মুন্সীগঞ্জের শ্রীমঙ্গলের একটি এতিমখানায় বড় হয়েছে বলে জানা গেছে।’

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফেরদৌস হোসেন বলেন, ‘রাত পৌনে ২টার দিকে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা শরীফ নামে এক হেলপার পুড়ে মারা গেছে। আগুনে বাসের ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত