যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবকদলেন নেতা কর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, এদেশে নির্বাচন মানেই শাসকদলের ত্রাস সন্ত্রাস। কর্তৃত্ববাদী একদলীয় শাসক তাদের ক্ষমতার মসনদ রক্ষা করতে ভোট ডাকাতি করা। কিন্তু আগামী ২০ তারিখ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তারা সেই সুযোগটি পাবে না । সেক্ষেত্রে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। একই সাথের্ স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দকে স্ব স্ব এলাকায় উপস্থিত থেকে বিএনপির নেতাদের সাথে থেকে নির্বাচনী কাজে অংশ নেয়ার আহবান জানান তিনি। সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, নির্বাচনে দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে বিজয়ী করতে হবে এটাই প্রধান লক্ষ্য। শাসকদলের ভয়ভীতি উপেক্ষা করে সকলকে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যাতে জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারে।
সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী নূর-উন-নবী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সহ-সভাপতি মোস্তফা তরফদার রয়েল, মিজানুর রহমান মিলন, শেখ রকিবুল ইসলাম রকিব, মাহমুদ হাসান চুন্নু, আনারুল ইসলাম আজাদ, বাবর আলী বাবু, সাঈদ হাসান হীরা, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম, তানজিদুর রহমান তানিম, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন, প্রচার সম্পাদক ইমরান হাসান বনি, নাট্য সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান সামাদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার রাসেল, পরিবেশ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষি সম্পাদক হৃদয় হাসান, পরিকল্পনা সম্পাদক ইমদাদ শাওন হোসেন, সহ- বিজ্ঞান সোহরাব হোসেন, সহ-স্বাস্থ্য মিলন হোসেন, সহ-স্বনির্ভর সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্চ্ছোসেবকদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।
রাতদিন সংবাদ