যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীগ থেকে ২১ জন আবেদন করলেও বিএনপি থেকে মাত্র একজন আবেদন করেছেন।সাবেক জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ একাই এ পদের জন্য আবেদন করেছেন। যদিও আগ্রহীদের প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে।এতে করে নির্বাচনে বিএনপি নেতাদের আগ্রহ নেই বলে দাবি করছেন কেউ কেউ।এছাড়া অনাগ্রহের বিষয়টি নেতারা স্বীকারও করেছেন। তাদের বক্তব্য, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন না ঘটায় কেউ প্রার্থী হতে চাচ্ছেন না। আগামী ২০ অক্টোবর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপি এই নির্বাচন নিয়ে কমবেশি মাথা ঘামাচ্ছে। সেক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হয়েছে আওয়ামী লীগের মধ্যে বেশি। দলীয় মনোনয়ন পেতে ২১ জন নেতা আবেদন করেছেন। কার ভাগ্যের সিঁকে ছিড়বে সেটি এখন সময়ের অপেক্ষা। অপরদিকে, এই নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের আগ্রহ নেই বললেই চলে। প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে দু’দিনের সময় দিয়ে আবেদন আহবান করে জেলা বিএনপি। শুক্রবার বিকেল চারটায় নির্ধারিত সেই সময় শেষ হয়। দু’দিনের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন মাত্র একজন। নিবাচনে প্রার্থী হতে পারতেন বিএনপির এমন পাঁচজন নেতার সাথে আলাপ করে তাদের অনাগ্রহের কথা জানা গেছে। এদিকে প্রার্থী সংখ্যা বাড়াতে জেলা বিএনপি আগ্রহীদের কাছ থেকে আবেদন গ্রহণের সময় আরও একদিন বৃদ্ধি করা বলেন যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন । তিনি জানান, আজ শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে। উপনির্বাচনে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের সংখ্যা কম হওয়ার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দিনের পরিবর্তে রাতে ভোট হওয়ায় এখন আর কেউ প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন না। এ কারণে প্রার্থীর সংখ্যা কম। বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের কাছে জানতে চাইলে তিনি বলেন, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে না সেখানে আগ্রহ থাকে না। উল্লেখ্য, সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার যশোর-৬ (কেশবপুর) আসনে আসনে আওয়ামী লীগ থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পান। তখন তিনি পদত্যাগ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।
রাতদিন সংবাদ