শোককে শক্তিতে পরিণত করে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানিয়েছেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। শোকদিবস উপলক্ষে সোমবার জেলা যুবলীগের সদস্য সফিকুল ইসলাম সফির আয়োজনে টিচার্স ট্রেনিং কলেজের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন। একই সাথে তিনি গ্রেনেড হামলার দ্রুত বিচার দাবী জানান।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ৮০ দশকে বিএনপির সময়ে এই স্থানে ভয়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না। সেই দুঃসময়ের মধ্যেও তৎকালীন সময়ের বিএনপির ঘাঁটি জেল রোড এলাকায় টিপু, বুলবুল, বাবর, শফিকুল ইসলাম শফির নেতৃত্বে কয়েকজন সাহসী যুবক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অসহায় মানুষের পাশে এগিয়ে যেত। সেকালের রাজনীতি ছিল গুম, খুন ও নিশংসতার। আওয়ামীলীগের নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হতো। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে আর প্রতিহিংসামূলক রাজনীতি নেই। আর এ সবকিছুই সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কারণে। তাই সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি হায়দার গণি খান পলাশ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক যুব ক্রীড়া বিষয় সম্পাদক আবু সেলিম রানা, আওয়ামীলীগ নেতা মোবাশে^র হোসেন বাবু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সদস্য কেরামত আলী, প্রাক্তন সংসদ ছাত্রলীগের জেলা আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি, ৩নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জাহিদ হোসেন জলিল, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ুন কবীর তুহিন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল সাজেদুল হক রিপন, ছাত্রলীগ নেতা নুর আরাফাত বাসিত, রিফাতুজ্জামান রিফাত, প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ঘোপ জেল রোড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম।
রাতদিন সংবাদ