Wednesday, September 18, 2024

যশোরে ৭ই সফর উপলক্ষে যুব-স্বেচ্ছা সেবক ফ্রণ্টের কেন্দ্রীয় মিশণ অনুষ্ঠিত

- Advertisement -

যশোর জেলা জাকের পার্টির কার্যালয়ে ৭ই সফর বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী কূঃছেঃআঃ এর মহা-পবিত্র ফাতেহা শরিফ উপলক্ষে  যুব-স্বেচ্ছা সেবক ফ্রণ্টের কেন্দ্রীয় মিশণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  মোরশেদ হাসান (জামান)। অনুষ্ঠানে অংশ নেন  সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  ফারুক হোসেন।এছাড়াও মিশনে কেন্দ্রীয় নেতা হারুন-অর রশিদ পিন্টু  বক্তব্য রাখেন। মিশনের প্রধান অতিথি  বলেন, বর্তমান এই

মিশনে উপস্থিত নেতৃবৃন্দ।

দূর্যোগকালীন সময় বিশ্বওলি খাজাবাবার কদম আপনারা শক্ত করে ধরেন-তবেই মিলবে ত্রাণ ও কল্যাণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা যুব-স্বেচ্ছা সেবক ফ্রণ্টের সভাপতি মোঃ শাহিন আলম (শাহিন)। যশোর জেলা জাকের পার্টি ছাত্র-ফ্রণ্টের অর্থ-বিষয়ক সম্পাদক সৈয়দ আলামিন আবিদ, প্রকাশনা সম্পাদক রায়হান উদ্দীন সহ সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ মিশনে অংশ নেন। সমাপনী বক্তব্য  সভাপতি শাহিন  বলেন , ৭ই সফর বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী কূঃছেঃআঃ এর মহা-পবিত্র ফাতেহা শরিফে একত্রিত হতে হবে।একই সাথে তিনি সকলের সুস্থতা কামনা করে করোনা কালে সকলকে সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান মি. শাহিন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত