Monday, September 16, 2024

যশোরে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন এক আদিবাসীকে ধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যশোর জেলা ছাত্রদল। সোমবার সকালে শহরের আর,এন রোড থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। কর্মসূচীতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।এদিকে, একই দাবিতে যশোর জেলা ছাত্রদলের ব্যানারে সোমবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় উপস্থিত ছিল যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুজ্জামান রিন্টু, নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহানুর রহমান শামীম, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম টিপু, যশোর নগর ছাত্রদল নেতা রেজোয়ান বাসার সোহান, রবিউল ইসলাম রাজু,সালমান ফারেস দিব্য,আব্দুল আহাদ গাজী,রেজোয়ান রহমান নিশান, মিরাজুল ইসলাম নয়ন, এম এম কলেজ ছাত্রনেতা নুর ইসলাম রুবেল, ইমরান কবির, মোঃ এনামুল, সিটি কলেজ নেতা মফিজুল ইসলাম বুলবুল, ইয়াসিন হোসেন, ইমন হোসেন, যশোর পলিটেকনিক কলেজ ছাত্রদলের নেতা আবুল কাশেম, ফাহিম হোসেন প্রমুখ।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত