মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ পৌর ও থানা এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ নভেম্বর মাগরিব নামাজ বাদ রওশনারা মহিলা কলেজের অডিটরিয়ামে পৌর বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ এর সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল, বিএনপি নেতা রুহুল আমিন ফকির।
আলোচনায় তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে সঠিক ভাবে দলকে সুসংগঠিত করে দল পরিচালনা করতে পারেন এবং কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোরেলগঞ্জের কৃতি সন্তান ড. এবি এম ওবায়দুল ইসলাম এর জন্মদিন উপলক্ষে তার জন্য দোয়া করি আগামী পথচলা যেন আরও সহজ সুন্দর ও সূখময় হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোরেলগঞ্জ থানা শাখার সদস্য সচিব সাবেক কাউন্সিলর বিএম রেজাউল করিম সোহাগ, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম, মারুফ হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মাসুদ খান চুন্নু, থানা স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক মো. মেহেদী হাসান রুবেল পৌর যুবদল এর আহবায়ক মিজানুর রহমান পলাশ পৌর স্বেচ্ছাসেবক দল পৌর শাখার আহবায়ক সিকদার মনির পৌর সদস্য সচিব মো. মেহেদী হাসান কুদ্দুস, জাতীয়তাবাদী ছাত্রদল থানা শাখার সাবেক আহবায়ক মোহাম্মদ আবু সালেহ, ছাত্রদল সাবেক পৌর আহবায়ক মেহেদী হাসান সজল, উপজেলা ও পৌর বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতৃবৃন্দ।
আর কে-০৮
- Advertisement -