যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ উপ- নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসাবে সর্বসম্মতভাবে মনোনীত হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাঘারপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা এর সভাপতিত্বে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন নির্ধারনের লক্ষে সম্পাদিত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক শামসুর রহমান, বাঘারপাড়ার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং যুবদল ও ছাত্রদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও
কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী টিএস আয়ুব এ সভায় ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে যোগদান যোগদান করেন। সর্বশেষে সভার সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি টানেন। সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু হুরাইরা আশা। সভায় সর্বসম্মতভাবে জামদিয়া ইউনিয়ন পরিষদ হতে তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামছুর রহমানকে উপজেলা চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে একক প্রার্থী হিসাবে সর্বসম্মতভাবে ঘোষনা করা হয়। উল্লেখ্য যে উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য হয়।
বাঘারপাড়া প্রতিনিধি