যশোর বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগেরে আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন যুবলীগ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায়। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা যুবলীগ এর যুগ্ন-আহ্বায়ক কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি বাবলু কুমার সাহা ও সাধারন সম্পাদক ইমদাদ হোসেন মাষ্টার,। আলোচনা সভার সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গিয়াস উদ্দীন (হীরা) মাষ্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বি.এম. শাহজালাল। অনুষ্ঠানে আরো অংশ নেন, উপজেলা যুবলীগের সদস্য তরিকুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ এর অন্যতম সদস্য জাহিদুল ইসলাম টুটুল, নারিকেলবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা রাজিন হাসান রাজ,২ নং ওয়ার্ড ছাত্রলীগ এর যুগ্ন-আহ্বায়ক তাজিন হাসান তাজ,সদস্য অর্পন ইসলাম আকাশ সহ অনেকে।
প্রেস বিজ্ঞপ্তি