Saturday, September 14, 2024

বাংলাদেশে এখনো জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি-অমিত

- Advertisement -

যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির দ্বারপ্রান্তে এসেও জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দেশে আইনের শাসন নেই। মানবাধিকার ভুলুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা নেই। মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরিউক্ত কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে দেশের লুন্ঠিত গণতন্ত্রকে পুনরুদ্ধা করতে প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা সভাপতি নূর-উন-নবী এবং নগর সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু। সভা পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল। পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় অনিন্দ্য ইসলাম অমিত কারবালায় দলের প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। দিনব্যাপী সকল কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা জাহানারা সিদ্দিকী অংশ গ্রহণ করেন। অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আলহাজ মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, নগর সভাপতি সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা একে শরফুদ্দৌলা ছটলু, কাজী আজম, সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন টেনিয়া, এমতমাল আহমেদ, আনছারুল হক রানা, জোস্না আলীম, মাসুদুর রহমান, রবিউল ইসলাম, মোস্তফা আমির ফয়সাল, রাজিদুর রহমান সাগর, কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত