Monday, September 16, 2024

করোনায় আক্রান্ত ছাত্রনেতা আবুল কালামের শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা

- Advertisement -

যশোর সদর উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ করোনা আক্রান্ত হয়ে বকচরের বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরআগে  গত ২০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন।তবে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আবুল কালাম আজাদ জানান, চলতি মাসের ৩ তারিখে তিনি হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরে ধীরে ধীরে তিনি স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলেন। এভাবেই কেটে যায় ১৫ দিন। ১৮ আগস্ট শরীরের অবস্থার আরো অবনতি হয়। প্রচন্ড শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন তিনি। একই সাথে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর ২০ আগস্ট ফলাফল পজেটিভ আসার পর তাকে বক্ষব্যাধী হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তবে এখন তিনি আগের থেকে কিছুটা সুস্খ্য আছেন। সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

যশোর সদর উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ছাত্র রাজনীতিতে যোগদেন ২০০৩ সালে।এরপর তিনি লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।রাজনীতিতে সক্রিয় থাকায় পরবর্তিতে ২০১৪ সালে তিনি যশোর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কের পদ পান। বিভিন্ন আন্দোলন সংগ্রামের দলের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় তাকে ২০১৬ সালে সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সর্বশেষ ২০২০ সালের ৬ ফেব্রয়ারী জেলা ছাত্রদলের অধিন্যস্থ সকল ইউনিট কমিটি বিলুপ্তি করা হয়। তবে  তিনি এখন সদর উপজেলা যুবদলের পদ প্রত্যাশী বলে জানান ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। এদিকে, আবুল কালাম আজাদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। এছাড়া যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সদর উপজেলা যুবদলের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ জেলা বিএনপি  ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করেছেন। এছাড়াও তার দ্রুত সুস্থতা কামনায় ছাত্রদলের বিভিন্ন শাখার পক্ষ থেকে  বিভিন্ন এলাকায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত