Wednesday, October 9, 2024

সাংবাদিক সরোয়ার হোসেনের বোনের মৃত্যু, শোক

- Advertisement -

দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক ও প্রেস ক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনের ছোট বোন ফাতেমা খাতুন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার স্বামী, এক ছেলে, দু’মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
সাংবাদিক সরোয়ার হোসেন জানান, তার বোন কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি শহরের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিনভর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর চিকিৎসকরা জানান, ফাতেমার ব্রেন স্ট্রোক হয়েছে। এ কারণে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয় তার। ব্রেনে টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার পর ফাতেমার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ওইরাতে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সেখানে মারা যান ফাতেমা।
এদিকে, শনিবার বিকেলে ফাতেমার মরদেহ যশোরের শংকরপুর পশ্চিমপাড়ার নিজ বাড়িতে আনা হয়। ওইসময় আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন। সাংবাদিক সরোয়ারের বোন ফাতেমার মৃত্যুর খবর শুনে সাংবাদিকরা ছুটে যান ফাতেমার বাড়িতে।
শনিবার এশাবাদ শংকরপুর বটতলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত প্রমুখ। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফাতেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহযোগী সম্পাদক আঞ্জুমানারা, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, অনলাইন এডিটর জাহিদ আহমেদ লিটন, যুগ্ম বার্তা সম্পাদক এম. আইউব, সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলামসহ গ্রামের কাগজ পরিবারের সদস্যরা।
এছাড়া, পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। শোক প্রকাশ করেছে রাতদিন নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি শিমুল ভুইয়াসহ রাতদিন নিউজ পরিবার।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত