শাহারুল ইসলাম রাজ শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে নাভারণ দারুল আমান ট্রাস্টের দ্বিতীয় তলায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা শাখার সভাপতি অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্ব, মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় প্রাধান অতিথি সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিক ভাইয়েরা অনেক পরিশ্রম করে, খেয়ে না খেয়ে সংবাদ সংগ্রহ করে তারপর পত্রিকায় প্রকাশ করেন। প্রকৃত সাংবাদিকরা হলো সমাজের দর্পণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ডা. শফিকুর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
- Advertisement -