শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২১ নভেম্বর) বিকালে নাভারন দারুল আমান ট্রাস্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও. আজিজুর রহমান।
এসময় আজিজুর রহমান বলেন, যড়যন্ত্র ও নিষ্ঠুর নির্যাতনের ১৭ বছর পর জাতি ২য় স্বাধীনতার মুখ দেখেছে। আপোষহীনতার কারনে জামায়াত নেতাকর্মীদের উপর আওয়ামীলীগ গত ১৫ বছর নিষ্ঠুর ও নিকৃষ্ট অত্যাচার চালিয়েছে। এতে সাংবাদিকরাও ছিলেন রুদ্ধ, বঞ্চিত ও নিপীড়িত। বঞ্চনা, বৈষম্য, দূর্নীতি, দারিদ্য, দখল, গুম, খুন ও নারি নির্যাতনের কারনে পুরা দেশ ও জাতি ছিল স্তদ্ধ। আজ আমরা সবাই মুক্ত। তাই আমাদের সকলের দায়িত্ব আজ অনেক। আজ প্রয়োজন ঐক্য ও সঙ্গবদ্ধতার। তিনি ঐক্য, ঐকান্তিক সততা ও সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতায় সর্বাধিক প্রয়োজনের। পাশাপাশি দলমত, ধর্মবর্ন নির্বিশেষে সকল নাগরিকের কাছে আহবান জানান।
এসময় শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মিজানুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাও. শফিউদ্দীন,শার্শা উপজেলা যুব কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল মান্নান,মনিরুল ইসলাম মনি, রাজু রহমান সহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- Advertisement -