যশোরের শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে বাবার কোদালের আঘাতে আহত ছেলে হাফেজ বাপ্পি মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছে। শুক্রবার দুপুরে জেলার শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ বাপ্পি মিয়া শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে।
নিহত বাপ্পির চাচা আক্তারুজ্জামান বলেন, ঘটনার দিন শুক্রবার বাবা ছেলের কাছে হাতখরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।বাকবিতন্ডের এক পর্যায়ে বাবা চান্দু মিয়া বাড়ীর উঠানে থাকা কোদালের বাট(আছাড়) দিয়ে বাপ্পির মাথায় এলোপাতাড়ি আঘাত করে।এসময় ছেলে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।সোমবার দুপুরে ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পির মৃত্যু হয়।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার সার্কেল নিশাত আল নাহিয়ান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।
বিশেষ প্রতিনিধি