Sunday, November 10, 2024

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোম্বর) সকাল ৯ টার দিকে বাগআঁচড়া-গোগা সড়কের সাতমাইল তেতুলতলা এলাকায় তার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করলে ও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। নিহত হোসেন আলী বাগআঁচড়া সাতমাইল (তেতুলতলা) গ্রামের সলেমানের ছেলে এবং পেশায় তিনি একজন ভ্যান চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোসেন আলী হাটতে হাটতে সাতমাইল বাজারে গিয়েছিলো চা খেতে।এরপর চা খাওয়া শেষে সে বাড়ি ফিরছিল।ফেরার পথে তেতুলতলা নামক স্থানে বাড়ির সামনে পৌছালে গোগার অভিমুখি একটি দ্রুতগামি বালু বোঝা ড্রাম ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
আর কে-১০
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত