Monday, December 2, 2024

চুড়ামনকাটি প্রেসক্লাবের সদস্য আসাদুলের ছোট ভাইয়ের ইন্তেকাল

- Advertisement -

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি॥ চুড়ামনকাটি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আসাদুল ইসলামের ছোট ভাই শরিফুল ইসলাম (৩৫) শুক্রবার বিকাল ৪ টার সময় খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সাংবাদিক আসাদুল ইসলাম জানান,গত দুইদিন ধরে তার ভাই জ্বরে ভুগছিলো।জ্বর না কম হওয়ায় আজ শুক্রবার সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল হাসপাতালে রের্ফার করেন। দুপুরে তাকে খুলনায় নিয়ে ভর্তি করা হয়। এরপর বিকাল ৪ টার সময় সে মারা যান। রাত ১০ টায় জানাযা শেষে চুড়ামনকাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এদিকে সাংবাদিক আসাদুলের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন চুড়ামনকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ-সভাপতি আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহম্মেদ ফিট্টু, নির্বাহী সদস্য হেদায়েত খান, সদস্য আনিসুর রহমান, আব্দুস সাত্তার কিনে, শহিদুল ইসলাম লিখন, আলী রেজা রাজু, রফিকুল ইসলাম প্রমূখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত