যশোর অফিসঃ শনিবার সকালে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ। উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যের শুরুতেই কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ব্যর্থ হলেই মন খারাপ করে থেমে গেলে সঠিক গন্তব্যে পৌঁছানো যাবেনা এক্ষেত্রে সফল হতে হলে অবশ্যই আবার এগিয়ে যেতে হবে।
আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি আর এই স্বপ্নকে সফল করতে হলে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়, তোমরা মনে রাখবে নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে কখনো ব্যর্থতার কথা ভাবা যাবেনা।
পরিশেষে পুলিশ সুপার, শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলেন। এবং মাদককে এড়িয়ে চলার আহবান জানান।
অনুষ্ঠানে সর্বমোট ৮৪ জন কৃতী শিক্ষার্থীদের হাতে এই সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত ও বাকি ৪ জন জিপিএ-৪ পেয়েছে।
উল্লেখ্য যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শিক্ষা ক্ষেত্রে জেলা ও বিভাগীয় পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করে আসছে। বিদ্যালয়টি পরিচালিত হয় জেলা পুলিশ যশোর দ্বারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক মোঃ আব্দুল আজিজ, ভারত প্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দীও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, কৃতী শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবক সদস্যরা।
আর/কে-০৯