Tuesday, November 5, 2024

যশোর জেনারেল হাসপাতাল তত্ত্ববধায়কের কক্ষ ভাংচুর যুবক আটকের পর মুক্ত

- Advertisement -

মেশিন নেই কেনো কৈফিয়ত চেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের টেবিলের গ্লাস ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত জাকারিয়া হোসেনকে (২৫) পুলিশ হেফাজতে নিলেও অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। জাকারিয়া যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আ ন ম বজলুর রশীদ জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটে জাকারিয়া তত্ত্বাবধায়কের কক্ষে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি রাগান্বিত হয়ে তত্ত্বাবধায়ক টেবিলের গ্লাসে থাবা দিয়ে গ্লাস ভাঙচুর করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদও একই তথ্য জানান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে অশোভনীয় আচরণ ও তার রুমে ভাংচুরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা চায়। সেখানে পুলিশের টহল টিম গিয়ে জাকারিয়া নামে একজনকে হেফাজতে নেয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-১৬

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত