Saturday, October 12, 2024

যশোর জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অর্থ সহায়তা, ছাগল ও সেলাই মেশিন বিতরণ

- Advertisement -

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসহায়, বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়েএ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসেন। অনুষ্ঠানে পেশাজীবী থানার সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি আবু ফয়সাল, অফিস সেক্রেটারি গাওসুল আজম, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, মাওলানা আবুল কাশেম, আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন,জামায়াত একটি গণমুখী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল, স্বাবলম্বী ও হালাল পথে উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করতে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার তার অংশ হিসেবে আজ ১৯ জন বিধবা মহিলাকে ছাগল, ৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে অর্থ সহায়তা ও ২ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত